'স্যরি’ বলেছেন উত্তেজিত সেই চীনা নাগরিক: পুলিশ
ট্রাফিক পুলিশের উদ্দেশে টাকা ছুঁড়ে দেওয়ার ঘটনায় সেই চীনা নাগরিক 'স্যরি' বলেছেন বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি সেখানে ওই গাড়ি চালকের কাছে টাকা চাওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে।
পুলিশ বলছে, কাগজপত্র পরীক্ষা করতে গাড়ি থামানোয় ওই বিদেশি মেজাজ হারিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকালে মহাখালীতে রাওয়া ক্লাবের সামনে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মকর্তারা একটি সাদা রঙের টয়োটা এক্সিও গাড়ি আটকানোর পর ওই পরিস্থিতি তৈরি হয়। সোশাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে ওই চীনা নাগরিক চিৎকার করছেন, টাকা ছুঁড়ে দিচ্ছেন পুলিশের দিকে।
এ ঘটনায় বুধবার ট্রাফিক পুলিশের সদস্য (টিএসআই) হারুন অর রশীদ কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সেখানে বলা হয়েছে, ১৮ জানুয়ারি বিকেলে তারা একটি সাদা রঙের প্রাইভেটকার আটকানোর পর কাগজ পরীক্ষা করেন। গাড়িটির ট্যাক্স টোকেন মেয়াদোত্তীর্ণ ছিল। এ সময় তারা গাড়িটির বিরুদ্ধে মামলা দিতে চাইলে গাড়ি থেকে একজন বিদেশি বের হয়ে উত্তেজিত হয়ে পড়েন। যেহেতু গাড়ির যাত্রী একজন বিদেশি নাগরিক তাই গাড়িটি ছেড়ে দেওয়া হয়।
এই আচরণের জন্য ওই চীনা নাগরিক মৌখিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বলে জানান ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ।
ট্রাফিক সদস্যদের কোনো অসঙ্গতি ছিল না জানিয়ে তিনি বলেন, 'আমরা চেক করে দেখেছি, আমাদের ট্রাফিকের সদস্যরা তাদের কাছে টাকা বা অন্যায় কোনো আব্দার করেনি। তারা র্যান্ডমলি গাড়ি চেক করছিলেন। ওই গাড়িটিরও কাগজ চেক করা হয়। ওই বিদেশির সঙ্গে তাদের কোনো কথাও হয়নি।'
এনএইচ/এমএমএ/