বঙ্গবাজারে মালিক সমিতির নেতাদের সঙ্গে সংঘর্ষে ব্যবসায়ী আহত
রাজধানীর বঙ্গবাজারের দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যবসায়ী আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মশিউর রহমান জানান, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া মার্কেটের দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন কামাল হোসেন রিপন নামের এক ব্যবসয়ী। তার বয়স ৫০ বছর। আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, বঙ্গবাজারের পুড়ে যাওয়া মার্কেটে দ্বিতীয় তলা ৫৮/১ নম্বর দোকান ছিল কামালের। মিরপুরের বাসিন্দা তিনি।
এদিকে আজকের মধ্যে সব মালামাল সরিয়ে ফেলা হবে। তারপর বুধবার দুপুরেই চৌকি দিয়ে দোকান বসানো হবে বলে জানিয়েছে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল সকাল ৬টায় রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। আগুনে পুড়ে যায় বঙ্গবাজার কমপ্লেক্সে বঙ্গ মার্কেট, গুলিস্তান মার্কেট, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট ও এনেক্সকো টাওয়ার।
কেএম/এসজি