বঙ্গবাজার থেকে আগুন ছড়াল এনেক্সকো টাওয়ারে
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণ আসতে না আসতেই পাশের সাত তলা এনেক্সকো টাওয়ারে আগুন ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবাজারের পাশে থাকে এনেক্সকো টাওয়ারে আগুন ধরে যায়।
সেনাবাহিনীর সদস্যরা ও ফায়ার সার্ভিসের সদস্যরা এনেক্সকো টাওয়ারের আগুন নিয়ন্ত্রণেও কাজ করছে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেছে ফায়ার সার্ভিস কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকাল ৬টায় বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। এসি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে দাবি করছে ফায়ার সার্ভিস ও তদন্তকারী সংস্থা।
এদিকে ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনা তাদের পথে নামিয়ে দিলো। মাত্রই ঈদের বাজার শুরু হয়েছিল। ঠিক সেই মুহূর্তে এ ধরনের আগুন ব্যবসায়ীদের পথে নামিয়ে দেবে।
কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, সারাবছর অপেক্ষা করে থাকে এই ঈদ মৌসুমে ব্যবসা করবে বলে। কিন্তু আগুন তাদের সব শেষ করে দিল।
কেএম/আরএ/