রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ডিএনসিসি’র ওয়েবসাইটে আসলামুল এখনো এমপি!

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওয়েবসাইটটি যেন দেখার কেউ নেই। এটি সবসময় হালনাগাদ হয় নাকি, একবার ওয়েবসাইট খোলার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব শেষ হয়ে গেছে-ওয়েবসাইটটি না দেখলে বোঝা মুশকিল।

অবশ্য হঠাৎ করে কেউ যদি ওয়েবসাইটে ঢোকেন এবং রাজধানী সম্পর্কে তার তেমন ধারণা না থাকে তাহলে তিনিও বুঝতে পারবেন না সেটি আপডেট হয় কি না। তবে উত্তর সিটি করপোরেশানের পদস্থরা যে ওয়েবসাইট বিষয়ে উদাসীন সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ এখনো ওয়েবসাইটটিতে একজন প্রয়াত সংসদ সদস্যের নামই ঝুলছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভেতরে রয়েছে বেশ কয়েকটি সংসদীয় আসন। এর মধ্যে একটি হচ্ছে ঢাকা-১৪ আসন। এই আসনে রয়েছে উত্তর সিটি করপোরেশনের ছয়টি ওয়ার্ড। এগুলো হচ্ছে-৭, ৮, ৯, ১০, ১১ এবং ১২ নম্বর ওয়ার্ড। জরুরি কাজে ডিএনসিসি’র ওয়েবসাইট খুলতে গিয়ে দেখা যায়, এসব ওয়ার্ডে কাউন্সিলরদের নামের নিচে লেখা আছে এই এলাকার সংসদ সদস্য হচ্ছেন-মো. আসলামুল হক।

ঢাকা-১৪ আসন থেকে আসলামুল হক আওয়ামী লীগের নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ২০০৮ সালে। এরপর তিনি ২০১৪ ও ২০১৮ সালেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২১ সালের ৪ এপ্রিল আসলামুল হক মারা যান।

এই আসনের বর্তমান সংসদ সদস্য হচ্ছেন আওয়ামী লীগের আগা খান মিন্টু। কিন্তু সিটি করপোরেশনের ওয়েবসাইটে এখনো সংসদ সদস্য হিসেবে আসলামুল হকের নাম ঝুলছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ররিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকাপ্রকাশ-কে বলেন, ওয়েবসাইট যারা দেখভাল করে এটা তাদের গাফিলতি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ‘আমি তো সব কিছু অনলাইনে করে দিচ্ছি। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে এখন সবকিছুই অনলাইনে পাওয়া যাচ্ছে। ওয়েবসাইট কেন আপডেট থাকবে না।’

মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমি ওয়েবসাইটের সঙ্গে যুক্তদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ওয়েবসাইট অবশ্যই প্রতিদিন আপেডেট থাকতে হবে। তা না হলে ওয়েবসাইটের প্রয়োজন কি?’

উল্লেখ্য, সরকার দেশকে ডিজিটালাইজড করেছে আরও বছর কয়েক আগে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকারি প্রতিটি দপ্তরকে তথ্য প্রযুক্তির আওতায় আনার কার্যক্রমও হাতে নেওয়া হয়। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত সরকারের প্রতিটি দপ্তরকে প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। প্রত্যেক দপ্তরের ওয়েবসাইট খুলে তাতে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি, দপ্তরের কর্মকাণ্ডসহ সকল কিছু তুলে ধরার নির্দেশনা রয়েছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত সেটি আপডেট করারও বাধ্যবাধকতা রয়েছে।

এখন সরকার হাঁটছে স্মার্ট বাংলাদেশের দিকে। আগামী দিনে সরকারের প্রধান লক্ষ্য বাংলাদেশের প্রতিটি মানুষকে স্মার্ট করে গড়ে তোলা। অথচ উত্তর সিটি করপোরেশনসহ সরকারের অনেক দপ্তরের ওয়েবসাইট-ই হালনাগাদ না। বেশির ভাগের অবস্থা হচ্ছে শুধু ওয়েব সাইট খুলে রাখা পর্যন্ত।

এনএইচবি/এমএমএ/

 

Header Ad

আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ছবি: সংগৃহীত

গাজীপুরে পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকালে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনার পরপরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাতে এ ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মাহমুদুল হাসান, এজিএম মো. তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া শাখাওয়াত হোসেন ও আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

এর আগে, শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে একটি পিকনিকের বাসে বিদ্যুৎস্পর্শে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর ৩ শিক্ষার্থী নিহত হন।

এদিকে এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষে তিন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Header Ad

বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে আজ। এতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক নানা দিক নিয়ে আলোচনা করা হবে।

রোববার (২৪ ন‌ভেম্বর) রাষ্ট্রীয় অতি‌থি ভবন পদ্মায় বাংলাদেশ-বেল‌জিয়ামের মধ্যে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

এতে বাংলা‌দে‌শের প‌ক্ষে অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম ও বেলজিয়াম সরকারের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিকবিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত জেরোএন কুরম্যান নেতৃত্ব দে‌বেন।

এরইমধ্যে আজ ভোরে কুরম্যান তার প্রতি‌নি‌ধিদল নিয়ে ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।

এর আগে, বৃহস্প‌তিবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. তৌফিক হাসান জানান, সংলাপে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি ইইউ-বাংলাদেশ সম্পর্ক এবং বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে।

Header Ad

রাজধানীতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭

ফাইল ছবি

রাজধানীর মিরপুরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ সাত জন দগ্ধ হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধরা হলেন—আব্দুল খলিল (৪০), মোছাম্মদ রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), স্বপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)।

তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, মিরপুর থেকে আসা দগ্ধ সাত জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আব্দুল খলিলের শরীরের ৯৫ শতাংশ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ এবং মোহাম্মদের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ আজ
রাজধানীতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭
জোড়া উইকেট হারিয়ে দিন শেষ করলো বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই
এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ
আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই : উপদেষ্টা নাহিদ
দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস
নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন, সাবধান হন : তারেক রহমান
গোপনে দুইজনকে বিয়ে, কাউকেই অধিকার বঞ্চিত করেননি জান্নাতুল
শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন
বিরামপুরে আদিবাসী নারীর লাশ উদ্ধার
বিএনপির কাঁধে অনেক দ্বায়িত্ব: তারেক রহমান
'জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত'- তোফায়েল আহমেদ
৩ মাসে জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা
জুটি বাধলেন মিঠুন চক্রবর্তী-আফসানা মিমি
দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই : তারেক রহমান
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা
অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৪৭৫ জনের