ডিএনসিসি’র ওয়েবসাইটে আসলামুল এখনো এমপি!
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওয়েবসাইটটি যেন দেখার কেউ নেই। এটি সবসময় হালনাগাদ হয় নাকি, একবার ওয়েবসাইট খোলার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব শেষ হয়ে গেছে-ওয়েবসাইটটি না দেখলে বোঝা মুশকিল।
অবশ্য হঠাৎ করে কেউ যদি ওয়েবসাইটে ঢোকেন এবং রাজধানী সম্পর্কে তার তেমন ধারণা না থাকে তাহলে তিনিও বুঝতে পারবেন না সেটি আপডেট হয় কি না। তবে উত্তর সিটি করপোরেশানের পদস্থরা যে ওয়েবসাইট বিষয়ে উদাসীন সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ এখনো ওয়েবসাইটটিতে একজন প্রয়াত সংসদ সদস্যের নামই ঝুলছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভেতরে রয়েছে বেশ কয়েকটি সংসদীয় আসন। এর মধ্যে একটি হচ্ছে ঢাকা-১৪ আসন। এই আসনে রয়েছে উত্তর সিটি করপোরেশনের ছয়টি ওয়ার্ড। এগুলো হচ্ছে-৭, ৮, ৯, ১০, ১১ এবং ১২ নম্বর ওয়ার্ড। জরুরি কাজে ডিএনসিসি’র ওয়েবসাইট খুলতে গিয়ে দেখা যায়, এসব ওয়ার্ডে কাউন্সিলরদের নামের নিচে লেখা আছে এই এলাকার সংসদ সদস্য হচ্ছেন-মো. আসলামুল হক।
ঢাকা-১৪ আসন থেকে আসলামুল হক আওয়ামী লীগের নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ২০০৮ সালে। এরপর তিনি ২০১৪ ও ২০১৮ সালেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২১ সালের ৪ এপ্রিল আসলামুল হক মারা যান।
এই আসনের বর্তমান সংসদ সদস্য হচ্ছেন আওয়ামী লীগের আগা খান মিন্টু। কিন্তু সিটি করপোরেশনের ওয়েবসাইটে এখনো সংসদ সদস্য হিসেবে আসলামুল হকের নাম ঝুলছে।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ররিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকাপ্রকাশ-কে বলেন, ওয়েবসাইট যারা দেখভাল করে এটা তাদের গাফিলতি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ‘আমি তো সব কিছু অনলাইনে করে দিচ্ছি। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে এখন সবকিছুই অনলাইনে পাওয়া যাচ্ছে। ওয়েবসাইট কেন আপডেট থাকবে না।’
মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমি ওয়েবসাইটের সঙ্গে যুক্তদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ওয়েবসাইট অবশ্যই প্রতিদিন আপেডেট থাকতে হবে। তা না হলে ওয়েবসাইটের প্রয়োজন কি?’
উল্লেখ্য, সরকার দেশকে ডিজিটালাইজড করেছে আরও বছর কয়েক আগে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকারি প্রতিটি দপ্তরকে তথ্য প্রযুক্তির আওতায় আনার কার্যক্রমও হাতে নেওয়া হয়। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত সরকারের প্রতিটি দপ্তরকে প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। প্রত্যেক দপ্তরের ওয়েবসাইট খুলে তাতে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি, দপ্তরের কর্মকাণ্ডসহ সকল কিছু তুলে ধরার নির্দেশনা রয়েছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত সেটি আপডেট করারও বাধ্যবাধকতা রয়েছে।
এখন সরকার হাঁটছে স্মার্ট বাংলাদেশের দিকে। আগামী দিনে সরকারের প্রধান লক্ষ্য বাংলাদেশের প্রতিটি মানুষকে স্মার্ট করে গড়ে তোলা। অথচ উত্তর সিটি করপোরেশনসহ সরকারের অনেক দপ্তরের ওয়েবসাইট-ই হালনাগাদ না। বেশির ভাগের অবস্থা হচ্ছে শুধু ওয়েব সাইট খুলে রাখা পর্যন্ত।
এনএইচবি/এমএমএ/