শ্যামপুরে পুকুর থেকে গলিত মরদেহ উদ্ধার

রাজধানীর শ্যামপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির(৪৫) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ জানুয়ারী) বেলা পৌনে ৩টার দিকে শ্যামপুরের পশ্চিম ধোলাইপার এলাকায় একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) শমরেশ রায় জানান, আমরা স্হানীয়দের মাধ্যমে খবর পেয়ে পশ্চিম ধোলাইপার এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করি। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। ওই এলাকার আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা কেউ ওই ব্যক্তিকে চিনে না বলে জানান।
তিনি আরো জানান, নিহতের পরনে লাল রঙের গেঞ্জি ছিল। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করে ওই পুকুরে ফেলে রেখে গেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
