মিরপুরে দশম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
রাজধানীর দারুস সালাম লালকুঠি এলাকায় মোহাম্মদ বিজয় (১৮) নামে দশম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ( ১৮ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্হায় তাকে ঢামেক (ঢাকা মেডিকেল কলেজ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতাবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে বিজয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতের বাবা হেলাল উদ্দীন জনান, আমি মাছের ব্যবসা করি। সন্ধ্যায় ছেলেকে দুই লাখ টাকা দিয়ে তার ফুফা ইসলামের বিকাশের দোকানে পাঠাই। দোকানে পৌঁছানোর আগে ছিনতাইকারীরা আমার ছেলেকে পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে টাকা নিয়ে তারা পালিয়ে যায়। বিজয় মিরপুর প্রোগ্রেসিভ একাডেমির দশম শ্রেণির ছাত্র।
তিনি আরও জানান, ৭-৮ জন মিলে তাকে ধরে টাকা নিয়ে যাওয়ার সময় ধস্তাধস্তির একপর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে বিজয়কে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মিরপুর থেকে ছুরিকাঘাতে আহত এক তরুণকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তার চিকিৎসা চলছে। পরিবার জানিয়েছে, দুই লাখ টাকা নিয়ে ফুফার দোকানে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত হয়।
এএইচ/এএস