রাজধানীতে বন্ধুর হাতে বন্ধু খুন

রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় মো. হাসান (১৭) নামে এক কিশোরকে তার বন্ধু খুন করেছে। এই ঘটনায় ইমন নামে তার এক বন্ধুকে আটক করেছে পুলিশ।
রবিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে কামরাঙ্গীরচর জাউলাহাটি চৌরাস্তা সোনারবাংলা স্কুল গলির মোস্তফা মিয়ার বাসায় এ ঘটনাটি ঘটে।কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন হাওলাদার জানান, হাসান, ইমনসহ চার বন্ধু জাউলাহাটির ওই বাসায় ভাড়া থাকে। তারা সবাই কারখানার শ্রমিক।
তিনি আরও জানান, গতকাল শনিবার হাসানসহ কয়েকজন মিলে ইমনকে মারধর করে। এর জের ধরে আজ হাসানকে বাসায় একা পেয়ে মাথায় ভারি কোনো বস্তু দিয়ে আঘাত করে ইমন। এতে ঘটনাস্থলে হাসানের মৃত্যু হয়।
এ ঘটনায় ইমনকে আটক করা হয়েছে। হাসানের বাড়ি ভোলা জেলায়। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। সিআইডি ক্রাইমসিন ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানান।
এমএমএ/
