ঢাবির ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ শেখ রাসেল টাওয়ারের সামনে একটি ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জনুয়ারি) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি শহীদ শেখ রাসেল টাওয়ারের নিচে একটি ডাস্টবিনের ভেতর থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। নবজাতকটি কাপড় দিয়ে মোড়ানো ছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নবজাতকটি কন্যা সন্তান। কে বা কারা ডাস্টবিনে রেখে গেছে, বিষয়টি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এএইচ/কেএফ/
