রাজধানীতে দুইজনের ‘অপমৃত্যু’

রাজধানীতে পৃথক ঘটনায় নারীসহ দুইজনের অপমৃত্যু হয়েছে।
শনিবার (১১ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ওই এলাকায় ভবঘুরে হিসেবে থাকতেন।
অপদিকে, যাত্রাবাড়ীর কাজলায় লেগুনার ধাক্কায় নিহত হয়েছেন প্রীতি রানী (৩৫) নামে এক নারী। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজু মুন্সি জানান, আমরা খবর পেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়দের মুখে জানতে পারি, মৃত ব্যক্তি ওই এলাকায় ভবঘুরে হিসেবে ছিলেন। অপদিকে, রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী লেগুনার ধাক্কায় প্রীতি রানী (৩৫) নামে এক নারী গুরুতর আহত হন।
পরে পথচারী মনির হোসেন তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করনে।
তিনি জানান, মরদেহ দুইটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এএইচ/এমএমএ/
