ট্রাফিক লালবাগ বিভাগের নারী পুলিশ সদস্যদের নারী দিবসে সম্মাননা প্রদান
বৃহস্পতিবার (৯ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ইং উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক লালবাগ বিভাগে কর্মরত মহিলা সদস্যদেরকে সম্মাননা প্রদান করে রাউন্ড টেবিল বাংলাদেশে।
ট্রাফিক লালবাগ বিভাগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক লালবাগ জনাব আসমা সিদ্দিকা মিলি, বিপিএম, পিপিএম, অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ইং উপলক্ষে সকল নারী সদস্যদের ফুল দিয়ে ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-লালবাগ জোন) জনাব জয়ীতা দাস ও ট্রাফিক লালবাগ বিভাগের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও নারী সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন রাউন্ড টেবিল বাংলাদেশের চেয়ারম্যান সিফাত উদ্দিন বেগ, সদস্য - এজাজ মাহমুদ রনি, মাহমুদ আল ওয়াহিদ ইশাদ, ফাহাদ ইসলাম চৌধুরী, রায়হান আজহার, আসিফ মাহমুদ সাকিব প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় ডিসি ট্রাফিক লালবাগ জনাব আসমা সিদ্দিকা মিলি, বিপিএম, পিপিএম, আন্তর্জাতিক নারী দিবসে ট্রাফিক লালবাগ বিভাগে কর্মরত সকল নারীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন নারীরা এখন আর পিছিয়ে নেই, সর্বক্ষেত্রে নারীদের অবদান অপরিশীম। তিনি আয়োজক রাউন্ড টেবিল বাংলাদেশ কে ধন্যবাদ জানান আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করার জন্য।
রাউন্ড টেবিল বাংলাদেশের এর চেয়ারম্যান সিফাত উদ্দিন বেগ বলেন তারাও অত্যন্ত খুশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক লালবাগ বিভাগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ ইং অনুষ্ঠান আয়োজন করতে পেওে, তিনি আরও বলেন রাউন্ড টেবিল বাংলাদেশ সর্বদাই বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকে। এটি তারই একটি ধারাবাহিকতার অংশ। তিনি আরও বলেন আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক লালবাগ বিভাগ কে ধন্যবাদ জানান তাদের এই কার্যক্রমে সাথে থাকার জন ।
আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ইং উপলক্ষে রাউন্ড টেবিল বাংলাদেশের পক্ষ থেকে ট্রাফিক লালবাগ বিভাগে কর্মরত মহিলা সদস্যদের গিফট প্রদান করেন রাউন্ড টেবিল বাংলাদেশের এর চেয়ারম্যান সিফাত উদ্দিন বেগ ।
উক্ত আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ও সমন্বয় ছিল এজাজ মাহমুদ রনি, সদস্য, রাউন্ড টেবিল বাংলাদেশ।
এমএমএ/