গুলিস্তানে বিস্ফোরণ: আরও একজনের মরদেহ উদ্ধার

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় ২২ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (৯ মার্চ) ফায়ার সার্ভিস ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। সংস্থাটির উপ-পরিচালক (ঢাকা) দিনমনি শর্মা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
এদিকে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
মঙ্গলবার (৭ মার্চ) বিকালে গুলিস্তানের সিদ্দিকবাজারের একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জন মৃত্যু হলো। আহত হয়েছেন শতাধিক।
কেএম/আরএ/
