‘প্রাথমিক ধারণা জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী জানিয়েছেন, জমে থাকা গ্যাস থেকে রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
বুধবার (৮ মার্চ) দুপুরে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, ‘আর কেউ ভবনটিতে আটকা নেই। এ ঘটনায় র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন টিম কাজ করছে। পুরো বিষয়টা তদন্ত শেষেই জানা যাবে। কিন্তু আমাদের প্রাথমিক ধারণা, জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা যতটুকু জানি ভেতরে কেউ আটকা নেই। ইতিমধ্যেই ডগ স্কোয়াড দিয়ে এটা চেক করা হয়েছে। তারপরেও আমরা উদ্ধার কাজ সমাপ্ত করিনি, এখন পর্যন্ত কাজ চলছে।’
কেএম/এমএমএ/
