বার্ন ইউনিটে চিকিৎসাধীন কেউই শঙ্কামুক্ত নন: ডা. সামন্ত লাল

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন ১০ জনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন এর সমন্বয়ক ডা.সামন্ত লাল সেন।
বুধবার (৮ মার্চ) দুপুরে বার্ন ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মঙ্গলবারের দুর্ঘটনায় আমাদের এখানে ১১ জন রোগী ছিল, তার মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে, তার শরীরে কোন দগ্ধ নেই। এখন ১০ জন আছে তার মধ্যে তিনজন আইসিইউতে, দুজন লাইফ সাপোর্টে। অন্যরা আছেন এইচডিইউতে।চিকিৎসাধীন ১০ জনের কেউই শঙ্কামুক্ত নন।’
কারও শরীরের ৮০ শতাংশ, কারও ৯০ শতাংশ, কারও ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা কাউকে শঙ্কামুক্ত বলতে পারব না। আমাদের মতো আমরা তাদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছে। প্রয়োজনে তাদের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হবে।
তিনি আরও বলেন, একের পর এক বড় বড় দুর্ঘটনা ঘটছে। এর কারণ কী হতে পারে তা খতিয়ে দেখা দরকার।
এএইচ/এমএমএ/
