গুলিস্তানে বিস্ফোরণ: এখনো ৩ জন নিখোঁজ

রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন তিন জন। তাদের উদ্ধারের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে পরিবার।
গতকাল মঙ্গলবার (৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিস উদ্ধারকাজে সাময়িক বিরতি টানে। আজ বুধবার (৮ মার্চ) সকালে আবার উদ্ধারকাজ শুরু করেছে তারা। এর আগে সেনাবাহিনীর একটি দল এসে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরকের কোনো আলামত পায়নি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদপুর উজ্জ্বল কুমার হালদার বলেন, রাতে স্বজনরা পাঁচজন নিখোঁজ থাকার দাবি করে। পরে দুইজনের খোঁজ পাওয়া যায়।
নিখোঁজ তিনজন হলেন— মো. মেহেদী হাসান, ইমতিয়াজ মোহাম্মদ ভূইয়া (সেলিম) ও রবিন হোসেন।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। বার্ন ইউনিটে চিকিৎসাধীন ১১ জনের মধ্যে একজনকে ওয়ার্ডে পাঠানোর কথা রয়েছে।
যাদের লাশ হস্তান্তর করা হয়েছে তারা হচ্ছেন, মুনসুর, আলামিন, আবু বক্কর সিদ্দিক, নাজমুল হোসেন, রাহাত, ওবায়দুল হাসান বাবুল, নুরুল ইসলাম, হৃদয়, মাইনুদ্দিন, মমিনুল, নদী, আকুতি বেগম আছিয়া, ইসমাইল হোসেন, ইছহাক মৃধা, সুমন, আব্দুল হাকিম সিয়াম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। দেয়াল ভেঙে এসে পড়ে রাস্তায়। বহু মানুষ উড়ে এসে রাস্তায় পড়েছেন। সড়কে থাকা বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শবর্তী ভবনগুলোও। ভেঙে পড়েছে অনেক ভবনের কাঁচ। তারা জানান, বাসযাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত আশেপাশে থাকা সবাই হতাহত হয়েছেন। ঘটনার পর রিকশা, ঠেলাগাড়ি, ট্রাক ও অ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পেরেছেন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে পাঁচটার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাত তলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ১৮ জনের প্রাণহানি হয়েছে।
কেএম/আরএ/
