গুলিস্তানে বিস্ফোরণ: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

গুলিস্তানের নর্থ সাউথ রোডের সিদ্দিক বাজারে অবস্থিত দুটি ভবন বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
এই কমিটিতে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিতে থাকা বাকি তিন সদস্য হলেন- ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা, ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক ও উপপরিচালক শামস আরমান।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ১৮ জনের প্রাণহানি হয়েছে। বিধ্বস্ত ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধারকাজের জন্য ভেতরে ঢুকতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনো তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
কেএম/আরএ/
