গুলিস্থানে বিস্ফোরণ: ১৭ মরদেহ হস্তান্তর

রাজধানীর গুলিস্থানের সিদ্দিক বাজার এলাকায় ভবন বিস্ফোরণে নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত ১৭টি মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত থেকে বুধবার (৮ মার্চ) বেলা ১১টায় ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে অস্থায়ী বুথ বসিয়ে পুলিশের উপস্থিতে মরদেহ হস্তান্তর করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন জানান, রাত থেকেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হচ্ছে। এই পর্যন্ত স্বজনদের কাছে ১৭টি মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য মরদেহে স্বজনরা আবেদন করলেই পুলিশের উপস্থিতিতে পর্যবেক্ষণ করে তাদেরও বুঝিয়ে দেওয়া হবে। এই পর্যন্ত হাসপাতালে আমরা ১৭টি মরদেহের স্বজনদের আবেদন পেয়েছি। আরও ১টি মরদেহের হস্তান্তর প্রক্রিয়াধীন আছে।
তিনি আরও জানান, বিস্ফোরণে যারা মারা গেছেন তাদের স্বজনদের প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসকের পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও আহতদের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা করে সহায়তা করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকাল ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাত তলা এবং আরেকটি ভবন পাঁচ তলা। এর মধ্যে সাত তলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচ তলার নিচ তলাও বিধ্বস্ত হয়েছে। ভবনগুলোতে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ইউনিট।
আরএ/
