যে কোনো সময় ধসে পড়তে পারে গুলিস্তানের ভবনটি: ফায়ার সার্ভিস
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত হওয়া ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডের ভবনটিতে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাত তলা ভবনের তিন তলা পর্যন্ত পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের ভাষ্যমতে, যে কোনো সময় ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে পড়তে পারে। ভেতরে ভবনের বিম ও কলাম ভেঙে পড়েছে। পাশে থাকা ব্র্যাক ব্যাংকের ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়গায় জায়গায় ঝুলে আছে কাচের টুকরো।
তারা জানান, বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা পরবর্তী ঝুঁকি এড়াতে ভেঙে যাওয়া ও ঝুলে থাকা কাচের টুকরোগুলো সরিয়ে ফেলছে, যাতে তা মানুষের ওপর এসে পড়তে না পারে।
উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, এমনভাবে বিস্ফোরণে ভবনটি ধসে পড়েছে যে ভেতরে ঢোকার কোনো অবস্থা নেই। জায়গায় জায়গায় ইট ঝুলে আছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে ভেতরে প্রবেশ করেছি। আমরা বের হওয়ার পর আরেকটি টিম ভেতরে ঢুকেছে।
বর্তমানে ওই ভবনটি প্রকৌশলীরা পর্যবেক্ষণ করছেন। তারা ঝুঁকি পর্যালোচনা করে দেখার পর নিরাপদ মনে হলে উদ্ধার কাজ আবার শুরু হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহাজাহান শিকদার। তিনি বলেন, বিস্ফেরণে ভবন নাজুক হয়ে গেছে, কলাম ভেঙে গেছে। প্রকৌশলীরা ঝুঁকি পর্যালোচনা করে দেখছেন। তারা বলার পর নতুন করে উদ্ধার কাজ শুরু হবে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সাত তলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান। তার ওপরের চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
কেএম/আরএ/