মায়ের জন্য ইফতার কেনা হলো না সুমনের

মায়ের জন্য ইফতার কিনতে গিয়ে রাজধানীর গুলিস্তান এলাকায় বিস্ফোরণে সুমন (১৯) নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত সুমন গুলিস্তানের বংশালের সুরিটোলার বাসিন্দা।
মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুমন। তার লাশ ঢামেকের মর্গে আছে বলে জানিয়েছেন সুমনের এক আত্মীয়।
মোহাম্মাদ নামের ওই স্বজন জানান, মাত্র ১০ দিন আগে কাতার থেকে দেশে ফিরেছেন সুমন। সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঠিক আগ মুহূর্তে গিয়েছিলেন মায়ের জন্য ইফতার কিনতে। কিন্তু কে জানত এটিই তার জীবনের শেষ মুহূর্ত?
শুধু সুমনই নয়, কেউ হারিয়েছে ভাই, কেউ বাবা, আবার কেউবা স্বামী। হতাহতের স্বজনদের আহাজারিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় বাতাস ভারী হয়ে উঠেছে।।
এদিন বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডের একটি ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৭ জন নিহত এবং আহত হয়েছেন দেড় শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে।
উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেওয়ার কাজ করছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রাও উদ্ধার কাজে যোগ দেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট উপস্থিত রয়েছে।
কেএম/এসজি
