ঢাকা মেডিকেলে স্বজনদের ভিড়, আহাজারি

রাজধানীর ফুলবাড়িয়ার একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০০ শতাধিক। সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা দ্রুততার সঙ্গে আহতদের সেবা দেওয়ার চেষ্টা করছেন।
ঢামেকে হতাহতদের স্বজনরা ভিড় করেছেন। স্বজনদের আহজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। তবে হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের সঙ্গে একজনের স্বজন ভেতরে ঢুকতে দিচ্ছেন না। ভিড় এড়াতে এবং চিকিৎসা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আহতদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে বের হয়ে স্বজনদের সঙ্গে অন্যত্র যাচ্ছেন। যাদের অবস্থা গুরুতর তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক সাংবাদিকদের জানিয়েছেন, তারা আগে আহতদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। হাসপাতালের সকল চিকিৎসক এখন আহদের চিকিৎসায় নিয়োজিত।
এনএইচবি/এমএমএ/
