মোহাম্মাদীয়া ফ্যাক্টরিকে ৩৫ হাজার টাকা জরিমানা

রাজধানীর মোহাম্মদপুরে অনিয়মের অভিযোগে মোহাম্মাদীয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে দুটি আইনে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এর আগে রবিবার ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।
অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে বছিলা গার্ডেন সিটির মোহাম্মাদীয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় একই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় পারভীন বেকারি সিএম সনদ গ্রহণ করায় ধন্যবাদসহ বিস্কুট (ড্রাই কেক ও সল্টেড), কেক (ফ্রুট) পণ্য ব্রান্ড সংযুক্তির নির্দেশ প্রদান করা হয়। এ ছাড়া, রেড কিচেনকে অবৈধ ও নোংরা পানির জার ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
কেএম/এমএমএ/
