গাজী পেপার মিলসে দগ্ধ আরও দুজনের মৃত্যু

নারায়ণগঞ্জের মদনপুরের গাজী পেপার মিলসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, আব্দুল হক (৫৫) ও হাফিজুর রহমান (২৬)। আগুনের ওই ঘটনায় এ নিয়ে তিন জনের মৃত্যু হলো।
সোমবার (১৭ জানুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, দগ্ধদের মধ্যে আব্দুল হক রবিবার রাতে ও হাফিজুর সোমবার দুপুরে রহমান মারা যান। আব্দুল হকের শরীরে ৭৫ শতাংশ এবং হাফিজুরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
রবিবার প্রথম প্রহরে ওই কারখানায় গরম পানিতে চার শ্রমিক দগ্ধ হয়। ভোর ৩টার দিকে তাদের বার্ন ইনস্টিটিউটে আনার আগে আব্দুল হানিফ (৪২) নামে একজনের মৃত্যু হয়। বাকি তিনজনের মধ্যে এখন শুধু শাহিন মিয়া (৩২) জীবিত। ‘আশংকাজনক’ অবস্থায় সেখানে চিকিৎসাধীন। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান এই চিকিৎসক।
এএইচ/এএন
