রাজধানীর বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ১৫ নম্বর অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। তবে ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর।
সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ১৫৬ রেকর্ড করা হয়েছে। যার অর্থ হলো জনবহুল এ শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়েই রয়েছে।
আগের দিন রবিবার (৫ মার্চ) ঢাকার বাতাস ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’। এদিন একিউআই-এ ২১১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ছিল শহরটি।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পরিমাপকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, বেলা ১১টায় ২০৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছিল পাকিস্তানের করাচি শহর।
একই সময়ে ১৯৯ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং। ২২০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে চীনের বেইজিং। ১৮৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে পাকিস্তানের আরেক শহর লাহোর। ১৭৭ স্কোর নিয়ে ৫ নম্বরে আছে ভারতের রাজধানী দিল্লি।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এ অবস্থায় বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। ফলে শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন- বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ ও ওজোন ও৩।
তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নরওয়ের অসলো শহর।
জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে।
কেএম/আরএ/