সাইন্সল্যাবের বিস্ফোরিত ভবনে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট
রাজধানীর ধানমন্ডির সাইন্সল্যাব এলাকায় বিস্ফোরণে ভবন ধসে যাওয়ার ঘটনায় কাজ করছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
রবিবার (৫ মার্চ) বিকালে সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর একটি বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসে এবং ধসে যাওয়া ভবন পর্যবেক্ষণ করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় উপস্থিত সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, আমাদের পর্যবেক্ষণ চলছে। কাজ শেষ হলে বিষয়টি পরে জানানো হবে।
এর আগে সাইন্সল্যাব এলাকায় ফিনিক্স ইন্স্যুরেন্সের ভবনে (৩৪, মিরপুর রোড) সকাল ১১ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনটি আংশিক বিধ্বস্ত হয়ে সেখানে আগুন ধরে যায়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন জন আহত ও ৩ জন নিহতের খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে ৮ জন ও দগ্ধ ৬ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও ধানমন্ডির পাপুলার হাসপাতাল সূত্রে জানা গেছে সেখানে এখন পর্যন্ত ৫০ জন চিকিৎসা নিচ্ছেন। ৩ জন অগ্নিদগ্ধ হয়ে আইসিইউতে আছেন।
বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শনে এসে জানান, তিনটি কারণে বিস্ফোরণ ঘটতে পারে, এসি থেকে বিম্ফোরণ, ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফারণ বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ।
পরিদর্শন শেষে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে পুলিশ, সাংবাদিক ও সর্বসাধারণকে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।
এদিকে বিস্ফোরণের পর ঘটনাস্থলে আসে বোম্ব ডিসপোজাল ইউনিট। স্যুয়ারেজ লাইনের গ্যাস জমা হয়ে সাইন্সল্যাবের ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান ইউনিট প্রধান রহমতুল্লাহ চৌধুরী।
কেএম/এএস