সায়েন্সল্যাবে বিস্ফোরণ: ৩ জনের মৃত্যু
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এই বিস্ফোরণের কারণে ওই ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার।
আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে আটজনকে ও দগ্ধ ছয়জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাজাহান সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ শুরু করে। ভবনে অবস্থিত ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফ্লোরে এ বিস্ফোরণ ঘটেছে।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ও আগুন লাগার কারণ আমরা জানতে পারিনি।
পুলিশের উপ কমিশনার মুয়িদ ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছেন, কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এসি বিস্ফোরণ, জমে থাকা গ্যাস থেকে, শর্ট সার্কিট থেকে কিংবা অন্য কারণে ঘটতে পারে। এটা এখনই বলা যাচ্ছে না।
তিনি গণমাধ্যম কর্মীদের আহ্বান জানিয়েছেন, কেউ যেন বিধ্বস্ত ভবনে না ঢুকেন। কারণ এটি এখনো বিপজ্জনক।
আরএ/