রাজধানীর সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, আহত কয়েকজন
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এলাকার একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ভবনটি আংশিক বিধ্বস্ত হয়ে সেখানে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রবিবার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে এই ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি।
এই বিস্ফোরণের কারণে ওই ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাজাহান সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ শুরু করে। ভবনে অবস্থিত ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফ্লোরে এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।
আরএ/