মালিবাগে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রতীকী ছবি
রাজধানীর মালিবাগের গুলবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. শাহাবুদ্দিন (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
শাহাবুদ্দিন নোয়াখালীর চাটখিল উপজেলার আব্দুল গনির ছেলে। তিনি উত্তরা ১৪ নম্বর সেক্টর এলাকায় থাকতেন।
শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহাবুদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. তাওহীদ জানান, নিহত ব্যক্তি রেলগেট এলাকার রেললাইন দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়েন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
আরএ/
