রাজধানীতে ছিনতাই চক্রের ২৫ সদস্য গ্রেপ্তার
রাজধানীর শাহবাগ, খিলগাঁও, যাত্রাবাড়ী, আশুলিয়া, কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও এলাকা থেকে পৃথক অভিযানে মোবাইল চোরাকারবারি চক্রের মূলহোতা মো. রবিসহ চক্রের ২৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
চক্রের মূলহোতা মো. রবিসহ অন্য গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সোহেল রানা, মো. আব্দুল মজিদ, মো. জুয়েল, মো. আল আমিন, মো. সাগর হোসেন, মো. ফাহিম, মো. ইব্রাহিম, মো. দেলোয়ার হোসেন, মো. রানা ইসলাম, রানা চন্দ্র দাস, মো. সালাউদ্দিন, মোশারফ হোসেন, মো. মানিক, মো. সগির, মো. পারভেজ হোসেন, মো. সবুজ গাজী, আরিফ হোসেন, মো. মুসা শেখ, মো. সিদ্দিকুর রহমান, মো. হাদীদ ইকবাল বাপ্পী, শামীম রহমান রাহাত, মো. ইসমাইল, মো. আলী ইসলাম ও মো. রাজু ।
আসামিদের কাছ থেকে দেশি-বিদেশি ব্র্যান্ডের ৩৫৫টি চোরাই ও ছিনতাইকরা মোবাইলফোন এবং ৫১টি মোবাইলের চার্জার জব্দ করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকরা মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছেন।
র্যাব জানায়, বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা ধরা-ছোঁয়ার বাইরে থাকার উদ্দেশে এসব মোবাইলফোন স্বল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব চোরাকারবারি চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/এমএমএ/