মানারাত ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের শিক্ষার্থী-অভিভাবকদের মাববন্ধন
রাজধানী গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের মাঠ এমআইইউর (মানারাত ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটি) দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও পদযাত্রা করেছে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড নিয়ে অবস্থান নেয়। প্লেকার্ডে লেখা ছিল, দখলদার এমআইইউকে বর্জন করো, খেলার মাঠ শিশুদের অধিকার, এমআইইউ গো ব্যাক আশুলিয়া, অবৈধ দখদার এমআইইউ গো ব্যাক আশুলিয়া, দখলদারের কালো হাত হটিয়ে দাও, অবৈধ দখল বন্ধ করো কালো হাত গুটিয়ে নাও, প্রধানমন্ত্রী দয়া করে এমডিআইসি শিশুদের অধিকার নিশ্চিত করুন, সেভ এমডিআইসি।
ঢাকার গুলশান এলাকায় রাজউক কর্তৃক বরাদ্দকৃত জমির উপর মানারাত ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত মানারাত ঢাকা ইন্টারন্যশনাল স্কুল অ্যান্ড কলেজ (MDIC) ১৯৭৯ সাল থেকে আজ পর্যন্ত প্রায় ৪৪ বছর অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। প্লে গ্রুপ থেকে এ লেভেল পর্যন্ত ইংরেজি মাধ্যমে পরিচালিত এই প্রতিষ্ঠানটিতে বালক-বালিকা দুটি পৃথক শাখা আছে। শিক্ষাপ্রতিষ্ঠানে আছে বিশাল দুটি খেলার মাঠ। আধুনিক ও আন্তর্জাতিক মানের সকল সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই স্কুলটিতে বর্তমানে প্রায় চার হাজার শিক্ষার্থী পড়ালেখা করছেন।
এই মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভবনের একাংশে ২০০২ সাল থেকে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অস্থায়ীভাবে তাদের শিক্ষাকার্যক্রম চালাচ্ছিলো। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার জন্য বেশ কয়েকবার তাগদা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালুর জন্য নির্দেশনা দেয়। সেই মোতাবেক ২০১৭ সালের ২৮ জানুয়ারি আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু করে।
এমপি/এমএমএ/