আগুন বিষয়ক সচেতনতার বিকল্প নেই: ডিএনসিসি মেয়র
আগুন বিষয়ক সচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কে অগ্নিকাণ্ডের শিকার বাসভবন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন মেয়র।
ফ্যাক্টরিতে বা গার্মেন্টসে প্রতিনিয়ত অগ্নিমহড়া করছি, সচেতনতামূলক কর্মসূচি পালন করা হলেও বাসা বাড়িতে সাধারণত সেটা হয় না উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, সত্যিকার অর্থে ফ্ল্যাট কেনেন কিংবা নিজে বাড়ি করেন, এ বিষয়ে সচেতনতার কোনো বিকল্প নেই।
ভবনটি বিল্ডিং কোড মেনেই করা হয়েছে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, কিন্তু আর্থিং লাইন ও ইলেক্ট্রনিক লাইন একই পাইপে উঠেছে। দুই লাইনের মাঝে সেপারেশন থাকে। সেটা যদি না থাকে বা মাঝে যদি কোনো দাহ্য পদার্থ থাকে তাহলে কিন্তু সেপারেশন হলো না।
ডিএনসিসি মেয়র বলেন, সেটা আমি ইঞ্জিনিয়ার ও ফায়ার সার্ভিসকে দেখতে বলেছি। সেন্ট্রাল এসি ছিল। সেটা থেকে কোনো কারণে আগুনের ঘটনা ঘটেছে কিনা সেটা তদন্ত হবে। ফায়ার সার্ভিস আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করেছে।
আরইউ/এমএমএ/