গুলশানের আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ২
রাজধানীর গুলশানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজু নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হলো।
সোমবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল আহাদ।
তিনি জানান, শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভোর ৪টার দিকে মারা যান রাজু। তিনি ভবনটিতে বাবুর্চির কাজ করতেন।
উপ-পুলিশ কমিশনার বলেন, গুলশানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেলেন। গতকাল আনোয়ার নামে একজন এবং আজ আরেকজন মারা গেছেন। হাসপাতালে ভর্তি দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। তারা চিকিৎসা নিচ্ছেন।
ভবন থেকে চারজনের লাফিয়ে পড়ার বিষয়ে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার বলেন, আমরা তাদের (ভবনের বাসিন্দা) বার বার বলেছি লাফ দেবেন না। তারা যদি লাফ না দিতো তাহলে নিহত হতেন না। যারা কষ্ট করে ছিলেন, লাফ দেননি, তাদের আমরা উদ্ধার করতে পেরেছি।
উল্লেখ্য, এর আগে রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান ২-এর ওই ভবনের সাততলায় আগুন লাগে। প্রায় চার ঘণ্টা ও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
কেএম/আরএ/