ফায়ার সার্ভিসের প্রতিবেদন
বৈদ্যুতিক গোলোযোগ থেকে আলম গার্মেন্টেসের আগুন
পোস্তগোলার আলম গার্মেন্টেসে অগ্নিকাণ্ডের পেছনের বৈদ্যুতিক ত্রুটি খুঁজে পেয়েছে ফায়ার সার্ভিস। আগুনের এই ঘটনায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার হয়েছে এক কোটি টাকার মালামাল।
শনিবার (১৫ জানুয়ারির) দিবাগত রাতের অগ্নিকাণ্ডের এই ঘটনায় পরদিন সকালে ফায়ার সার্ভিসের দেওয়া প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
ফায়ার সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর শ্যামপুর লাল মসজিদের পাশে আলম গার্মেন্টেসের ৭ তলা ভবনের ৪ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পাওয়া যায় রাত ১১টা ৪৫ মিনিটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছায় রাত ১১টা ৫৮ মিনিটে। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় পর্যায়ক্রমে আরও ৮টি ইউনিট সেখানে যুক্ত হয়। পরে সর্বমোট ৯ ইউনিটে ৯৬ জন অগ্নিযোদ্ধার চেষ্টায় রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপনে আসে ভোর ৫ টা ১৫ মিনিটে। বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত। আগুনে আলম গার্মেন্টেসের ৩০ লাখ টাকার ক্ষতির বিপোরীতে রক্ষা পেয়েছে ১ কোটি টাকার মালামাল। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
অগ্নিনির্বাপণে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা) মো. আব্দুল হালিম। তাকে সহযোগীতা করেন সহকারী পরিচালক (অপারেশন) মানিকুজ্জামান এবং উপসহকারী পরিচালক হাফিজুর রহমান।
আগুন নিয়ন্ত্রণের আসার মো. আব্দুল হালিম বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে সৃষ্ট আগুন দ্রুতই ছড়িয়ে পরে পুরো ভবনে। তবে অগ্নিকাণ্ডের সময় গার্মেন্টেসটি বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে ক্ষয়ক্ষতির পরিমান অনেক বৃদ্ধি পেত।
এনএইচ/এসএ/