পোস্তগোলার আলম গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পোস্তগোলার শ্যামপুরে লাল মসজিদের পাশে আলম গার্মেন্টসের সাত তলা ভবনের চার তলায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান দমকল কর্তৃপক্ষ।
শনিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ১২টায় আগুনের সূত্রপাত হয়।
রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম। তবে তাৎক্ষণিক ভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান শাজাহান শিকদার জানান, আলম গার্মেন্টসে আগুনের খবর পেয়ে প্রথমে পাঁচটি এবং পরবর্তীতে আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
তিনি আরও জানান, ১১টা ৪৫ মিনিটে খবর পেয়ে তেরো মিনিটের মাথায় দুর্ঘটানাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকলকর্মীরা।
এনএইচ/এসএ/
