প্রান্তিক শিশুদের খেলা ও বিনোদনের জন্য টেকসই উদ্যোগ প্রয়োজন
নগরের দরিদ্র পল্লী এলাকার প্রান্তিক শিশুদের জন্য খেলার সুবিধা ও বিনোদন পরিসর তৈরির জন্য কার্যকর পরিকল্পনা ও টেকসই উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) “নগরের অনানুষ্ঠানিক বসতির প্রান্তিক শিশুদের জন্য শিশুবান্ধব বিনোদন স্থানের পরিকল্পনা” শীর্ষক অংশীজন পরিকল্পনা সংলাপে এমন মতামত দেন তারা। ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি), সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ, ভূমিজো ও সিপ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তারা বলেন, ঢাকাসহ বাংলাদেশের নগর এলাকাসমূহে শিশু-কিশোরদের বিনোদন সুবিধা ও খেলার মাঠের তীব্র সংকট আছে। তথাপি নগর এলাকার বস্তিসহ অনানুষ্ঠানিক বসতির শিশুদের জন্য এ ধরনের শিশুবান্ধব স্থানের সংকট সবচেয়ে তীব্র। রাজধানী ঢাকার বিভিন্ন বস্তি এলাকায় শিশুদের বেড়ে উঠবার জন্য অপরিহার্য খেলার মাঠ, বিনোদন সুবিধাদির সুযোগ না থাকবার কারণে শিশু-কিশোরদের অনেকেই বিভিন্ন অপরাধের সাথেও জড়িত হয়ে পড়েছে।
সরকারী উদ্যোগের সঙ্গে উন্নয়ন সহযোগীদের কার্যকর সম্পৃক্ততা থাকলে বস্তি এলাকায় স্বল্প পরিসরেই ছোট আকারের হলেও শিশুবান্ধব স্থান তৈরি করবার মাধ্যমে এই সকল শিশুদের বিনোদনের সুযোগ তৈরি করা সম্ভব এমন মতামত দিয়ে নগর পরিকল্পনাবিদরা বলেন, তবে এক্ষেত্রে এ ধরনের সুযোগ সুবিধাদির পরিকল্পনার ক্ষেত্রে স্বল্পবিত্ত মানুষের চাহিদাকে আমলে নিয়ে অন্তর্ভূক্তিমূলক ডিজাইন, টেকসই পরিচালন ও সংরক্ষণ কৌশল গ্রহণ এবং স্থানীয় কমিউনিটি ও কাউন্সিলকে সম্পৃক্ত করে স্থানটির কার্যকর ও টেকসই ব্যবহার নিশ্চিত করা সম্ভব।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক আকতার মাহমুদ, আইপিডি’র নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান, সেভ দ্য চিলড্রেন এর পরিচালক (হিউম্যানিটারিয়ান) মো. মোশ্তাক হোসেন, ডব্লিউবিবি ট্রাস্টের গাউস পিয়ারী, সিপ এর আফসানা আসাদ, সেভ দ্য চিলড্রেন এর পরিচালক রিফাত বিন সাত্তার, ব্র্যাক-ইউডিপি’র আবু সায়েম আরিফ, এসসিআই এর কামরুন নাহার আহমেদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে এর আশিষ দাস গুপ্ত প্রমুখ বক্তব্য দেন।
আরইউ/এএস