বইমেলায় জঙ্গি-নাশকতা মোকাবিলায় প্রস্তুত পুলিশ
অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে যে কোনো ধরনের জঙ্গি হামলা মোকাবিলায় পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
মঙ্গলবার (৩১ ফেব্রুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, বইমেলাকে কেন্দ্র করে জঙ্গি হামলার বা জঙ্গিদের কার্যক্রম সবকিছু মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা থাকবে ডিএমপির। তবে সাইবার ইউনিট জঙ্গিদের মনিটরিং এ রাখবে।
তিনি আরও বলেন, বইমেলা ঘিরে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়টিকে মাথায় রেখেই সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তিন স্তরের নিরাপত্তা থাকবে। প্রবেশে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশি করা হবে। পুরো বইমেলায় ১৫০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া বইমেলা ও আশেপাশের এলাকা সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, অনাকাঙ্ক্ষিত ও স্পর্শকাতর লেখা দিলে আইনানুগ ব্যবস্থা। এজন্য সাইবার মনিটরিং থাকবে। বইমেলা ঘিরে কোনো সুনির্দিষ্ট থ্রেট নেই, কারো উপর কোনো হামলার শঙ্কা নেই। লেখক বা প্রকাশক নিরাপত্তার ঝুঁকিতে থাকলে পুলিশকে জানালে পুলিশ তাদের নিরাপত্ত দেবে। তাছাড়া সব বিষয়ে আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব।
তিনি বলেন, বইমেলায় নিরাপত্তার হুমকি বা জঙ্গি হামলার আশঙ্কা না থাকা সত্ত্বেও আমরা এ নিয়ে আত্মতুষ্টিতে ভুগছি না।
উসকানিমূলক বক্তব্য ও লেখার বিষয়ে তিনি বলেন, কেউ যেন উসকানিমূলক বই প্রকাশ না করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে না লেখে। এ বিষয়ে আমাদের সাইবার ইউনিট কাজ করবে।
কেএম/আরএ/