কাউন্সিলর মাসুমসহ ২২ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আড়তে ইমরান নামে এক শ্রমিক হত্যা মামলায় ৫০নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম মোল্লাকে প্রধান আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী পপি আক্তার। মাসুম মোল্লাসহ ২২ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে নিহত ইমরানের স্ত্রী বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।
মামলার এজাহারে পপি আক্তার উল্লেখ করেন, তার স্বামী লোড আনলোডিংয়ের টোল আদায়কারী শ্রমিক। সোমবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী আড়তের সামনে টোল আদায় করার সময় কাউন্সিলর মাসুম মোল্লার লোকজন অতর্কিত হামলা চালায়। এসময় তার স্বামী ইমরানসহ বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে আমার স্বামী মারা যায়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম জানান, মোট ২২ জনকে আসামি করে মামলা হয়েছে। এর মধ্যে এজাহারনামীয় ৫ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিগগিরই বাকিদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
এএইচ/এসজি