বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা: গ্রেপ্তার ১
রাজধানীর কামরাঙ্গীরচরে ৮ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করেছে শিশুটির পরিবার। এ মামলায় অভিযুক্ত শিশুটির আপন খালু জুম্মন কসাইকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেকিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মুহম্মদ কবিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার শিশুটির মা নিজেই বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা করেছেন। মামলা নম্বর ২৪। মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার সকালে চকলেট ও জুস খাওয়ানোর প্রলোভোন দেখিয়ে একই এলাকায় শিশুটির আপন খালু জুম্মন কসাই তার বাসায় নিয়ে যান। সেখানে রুমে আটকে রেখে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। তখন শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ওই রুম থেকে শিশুটিকে উদ্ধার করে ও জুম্মনকে আটক করে থানায় খবর দেয়।
শিশুটির মা অভিযোগ করে বলেন, সকালে সন্তানকে বাসায় রেখে তিনি কাজে চলে যান। বিকেলে খবর পান, তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
শিশুসহ জুম্মনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। জন্ম থেকেই শিশুটি বাকপ্রতিবন্ধী বলে জানান স্বজনরা।
এএইচ/এএস