মগবাজারে ড্রাম বিস্ফোরণে আহত ৪
রাজধানীর মগবাজার ওয়ারলেস মোড়ে ওষুধের দোকানের সামনে থাকা একটি ময়লার ড্রাম বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ওয়ারলেস মোড় উজ্জল হোটেলের পাশে এ ড্রাম বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন— সাইফুল ইসলাম (৩৬), মো. তারেক (২০), সাহিন আহমেদ (৩০) ও আবুল কালাম (২৫)। এদের মধ্যে রিকশার যাত্রী সাইফুলের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, বিস্ফোরণে ফাস্ট ফার্মা নামে একটি ওষুধের দোকানের গ্লাস ভেঙে পথচারীরা আহত হয়েছেন।
আহত সাইফুল জানান, তিনি বাসাবো এলাকায় থাকেন। একটি কোম্পানিতে চাকরি করেন। সকালে রিকশাযোগে অফিসে যাওয়ার সময় উজ্জল হোটেলের সামনে পৌঁছালে হঠাৎ একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনি আহত হন।
বর্তমানে সাইফুলসহ সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এম এ আলাউদ্দিন জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, বিস্তারিত জানার জন্য পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে অবস্থান করছেন। তবে ওই ড্রামের ভেতরে কি ছিল সেটা এখনো জানা যায়নি। তিনি বলেন, এ ঘটনায় আরও আহত আছে কি না সেটাও এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জনানো হবে।
আরএ/