শিক্ষার্থী নাদিয়াকে চাপা দেওয়া বাসের চালক-সহকারী গ্রেপ্তার

রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসের ধাক্কায় শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় ঘাতক বাসটির চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- চালক মো. লিটন ও সহকারী মো. আবুল খায়ের। তাদের দুজনের বাড়ি ভোলা জেলায়।
এর আগে রবিবার (২২ জানুয়ারি) রাতে ভাটারা থানায় বাসের অজ্ঞাত পরিচয় চালক ও সহকারীকে আসামি করে ভাটারা থানায় মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম। মামলা নং ৪৬।
রবিবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় প্রগতি সরনিতে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন নাদিয়া।এ ঘটনার সময় নাদিয়া মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। এর চালক ছিলেন তার বন্ধু মেহেদী হাসান। তিনি অক্ষত রয়েছেন বলে জানা গেছে। মাত্র দু’সপ্তাহ আগে নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন নাদিয়া।
কেএম/আরএ/
