বিমানবন্দর-বনানী সড়কে ব্যাপক যানজট
বিশ্ব ইজতেমার কারণে সকাল থেকে রাজধানীর বেশ কিছু এলাকায় যানজট দেখা গেছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল থেকেই নগরের প্রায় কিছু এলাকার গাড়ির চাকা যেন থমকে আছে। তবে সবচেয়ে বেশি যনজট আছে বিমানবন্দর সড়ক, মহাখালী ও বনানী সড়কে!
যানজটে সবচেয়ে বেশি নাকাল হতে হচ্ছে কর্মজীবীদের। এদিন বিমানবন্দর সড়ক, মহাখালী ফ্লাইওভার থেকে বনানীতে পৌঁছাতে সময় লাগে দেড় ঘণ্টারও বেশি!
স্কাইলাইন গাড়ির যাত্রী আলতাব হোসেন বলেন, বিমানবন্দর সড়ক, মহাখালী ও বনানী সড়কে ব্যাপক যানজট! আজ না হয় বিশ্ব ইজতেমার কারণে যানজট। তবে প্রতিদিন কীসের যানজট লেগে থাকে ঢাকার এই সড়কে।
বলাকা গাড়ির চালক লোকমান মিয়া বলেন, উত্তরা, মহাখালী থেকে সৈনিকক্লাব পর্যন্ত আসতে পৌনে ২ ঘণ্টার বেশি সময় লেগেছে। এমনিতেই সময় লাগে তবে আজ অনেক বেশি সময় লাগছে। সব মিলিয়ে বনানী-মাহখালী যেতে সহ্য করতে হচ্ছে এসব যানজট।
গুলশান ও উত্তরা বিভাগের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হয়, যানজট শুধু উত্তরা, মহাখালী থেকে বনানীর পথেই নয়, কাকলী মোড়, সেখান থেকে গুলশানেও যানজট রয়েছে প্রচুর। শাহীনবাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও এসব যানজট লেগে আছে।
এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক প্রধান মনিবুর রহমান বলেন, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজট লেগে থাকার কারণ হলো আজ আবারও বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। তিনি বলেন, ইজতেমার কারণে আজ বিমানবন্দর সড়ক, মহাখালী ও বনানী সড়কে যানজট বেশি মনে হচ্ছে। তবে আশা করি খুব শিগগিরই এটি সমাধান হয়ে যাবে।
কেএম/এসএন