‘যত আসন তত যাত্রী’ পরিবহণ করতে পারবে বাস, দাবি এনায়েত উল্ল্যাহর
‘যত আসন তত যাত্রী’ পরিবহন করতে পারবে বাসগুলো এমন দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ। তার দাবি বিআরটিএ চেয়ারম্যান নুর হোসেন মজুমদার তাকে মৌখিকভাবে এই নির্দেশনা দিয়েছেন।
খন্দকার এনায়েত উল্ল্যাহ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে ঢাকাপ্রকাশ’কে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার আমাদের মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। আমরা বিআরটিএ এর বার্তা সারাদেশের পরিবহণ মালিকদের পৌঁছে দিয়েছি।
খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, এক্ষেত্রে যাত্রী এবং পরিবহন চালক ও হেলপারদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে বিআরটিএ চেয়ারম্যান বাস মালিকদের নির্দেশনা দিয়েছেন।
তবে বিষয়টির সত্যতা জানতে বিআরটিএ চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
বুধবার বিআরটিএ এর প্রধান কার্যালয় বনানীতে এ সংক্রান্ত একটি বৈঠক হয় মালিক প্রতিনিধি ও বিআরটিএ এর মধ্যে। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ভাড়া বাড়ছে না। তবে পরিবহন মালিকরা দাবি করেছেন শতভাগ যাত্রী পরিবহনের। আমরা বৈঠকের বিষয়গুলো মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি। সিদ্ধান্ত পরে হবে।
গত ১০ জানুয়ারি করোনা মহামারী প্রতিরোধে ১১ দফা বিধিনিষেধ জারি করে সরকার। ৬ নম্বর দফায় বলা হয়, গণপরিবহনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে।
আরইউ/