বিধিনিষেধ কার্যকরে মাঠে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত
ফাইল ফটো
বিধিনিষেধ কার্যকর ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ১০টি অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়েক, অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান, অঞ্চল-৩ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল বাকী, অঞ্চল-৪ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলী, অঞ্চল-৫ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
এ ছাড়া অঞ্চল-৬ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন, অঞ্চল-৭ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ, অঞ্চল-৮ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন, অঞ্চল-৯ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল বাকী এবং অঞ্চল-১০ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
একই সময় পুরো ডিএনসিসি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা।
আরইউ/এসএ/