ঢাকা কমিউনিটি হাসপাতালে অসহায় রোগীদের শীতবস্ত্র বিতরণ

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে অসহায়-গরিব ও দুস্থ রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) তাদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। মনি জুট মিলের পক্ষ থেকে মো. জুল হোসেইন এই শীতবস্ত্র প্রদান করেন।
এসময় সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (কাযক্রম) হরিস চন্দ্র বিশ্বাস, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের জনসংযোগ কর্মকতা মো. আশিকুর রহমান স্বাধীন, সাবেক সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কাজী কামাল উদ্দিন আহমেদ, সমাজসেবা অফিসার মো. আবু তাহের সরকার উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ওমর শরীফ ইবনে হাসান, অর্থ পরিচালক সকুমার চক্রবর্তী, মো. তুষার হোসেনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
কেএম/এসজি
