চলতে হবে বিকল্প পথে
সোমবার যান চলাচল সাময়িক বন্ধ থাকবে হাতিরঝিলে
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২২ উপলক্ষে সোমবার (১০ জানুয়ারি) হাতিরঝিলে যানবাহন চলাচল সাময়িক ভাবে বন্ধ থাকবে। এ সময় বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপির গণমাধ্যম শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএমপি জানায়, ম্যারাথন দলটি সকাল সাড়ে ৫ টায় আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২ ও গুলশান-১ অতিক্রম করে হাতিরঝিলে প্রবেশ করবে। এ উপলক্ষে ভোর ৪ টা থেকে এসকল সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হবে। হাতিরঝিলে প্রবেশের আগ পর্যন্ত দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সকড়টিতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে, ম্যারাথন দলটি কোনো সড়ক অতিক্রম করার সাথে সাথে সে সড়কটি খুলে দেয়া হবে।
হাতিরঝিলের প্রবেশপথগুলোতে যানবাহন চলাচল ভোর ৪ টা থেকে দুপুর আনুমানিক ১ টা পর্যন্ত বন্ধ থাকবে। এ লক্ষ্যে ওই এলাকায় যানবাহন চালকদেরকে ডাইভারশন মেনে চলাচল করার জন্য অনুরোধ করছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডাইভারশন:
রেইনবো ক্রসিং থেকে যে সমস্ত যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা এবং বাড্ডায় যেতে ইচ্ছুক তারা মগবাজার, মৌচাক হয়ে যাবেন।
রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে যে সমস্ত গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক তারা গুলশান বাড্ডা লিংক রোড হয়ে যাবেন।
পুলিশ প্লাজা হয়ে যে সমস্ত গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক তারা পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাবেন।
এনএইচ/