সম্প্রীতির অনন্য মডেল বোরহান উদ্দিন সোসাইটি: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম.এ.মান্নান বলেছেন, আমরা যে অসাম্প্রদায়িক তার প্রমান হচ্ছে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি। এই সংগঠন একটি ইসলামী সোসাইটি হয়েও দাপন-কাপনের পাশাপাশি সৎকার করেও এক দৃষ্টান্ত তৈরি করেছে, যা বাংলাদেশের জন্য একটি রুল মডেল।
তিনি বলেন, ‘আমাদের উচিত এ রকম মানবিক সংগঠনগুলোকে রাষ্ট্র ও ব্যাক্তি উদ্যোগে পৃষ্ঠপোষকতা প্রদান করা।’
শনিবার (৮জানুয়ারি) রাজধানীর কারওয়ানবাজারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের দাফন-কাফন ও সৎকারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিশেষ ভূমিকা রাখায় শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত করোনা যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।
শেখ বোরহান উদ্দিন রহ. ইসলামী সোসাইটি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অ্যাটর্নি জেনারেল, এ.এম. আমিন উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শামস্-উল ইসলাম, ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ।
এ সময় বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিআইএস-এর প্রধান পৃষ্ঠপোষক ও মৌলভীবাজার জেলা সদরে মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের এডমিন কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।
সংগঠনের মহাসচিব মিজানুর রহমান রাসেল ও জেলাব্যপী মেধা যাচাই পরিক্ষার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ওয়াসিম আহমেদ নিশান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সংগঠনের নির্বাহী পরিচালক ফয়ছল মনসুর, সংগঠনের সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, যুগ্ম সাংগঠনিক সচিব সাইফুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক নাজমুল হোসাইন, দাপন-কাপন ও সৎকারের টিম লিডার আশরাফুল খান রুহেল, যুগ্ম সমাজ কল্যান সচিব ফয়েজ আহমেদ, নির্বাহী পরিচালক আব্দুল মুত্তাকিন শিবলু, সিরাজুল ইসলাম, ফ্রি অক্সিজেন সার্ভিস জেলার টিম লিডার মোহাম্মদ সোহানুর রহমান সোহান, নির্বাহী পরিচালক তৌফিক আহমেদ নাঈম, জামিল আহমদ, মাহবুবুর রহমান খান অপু, রুমেল আহমেদ চৌধুরী, অমিত আল হাসান, হেলাল আহমদ, আবুল মাসুম রনি, শেখ জুবায়ের আহমদ, রেজাউল করীম সাকিব, নাঈম আহমেদ সানি, জাকির হোসেন, শিহাব আহমদ, ইয়াছিন তালুকদার, তিতুমীর আহমেদ, কামরান আহমদ, মনসুর আলম দিপু, আমিনুর রহমান সাগর, সামাদ পারভেজ, কামরুল ইসলাম,শেখ রাসেল আহমদ রিপন, মো. মাহবুবর রহমান মিনহাজ, মো. সোহাগ, ইব্রাহিম আলী, রাহাত খান রাফি, সৈয়দ রাদি, মাছুম আহমেদ রাফি প্রমুখ।
প্রসঙ্গত, শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামি সোসাইটি ২০০১ সাল থেকে শিক্ষা ও সমাজ উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এই করোনা মহামারিতে আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে তখন তাদের লাশ রেখে স্বজনরা পালিয়ে যান। ঠিক সেই সময় বিআইএস এর সেচ্ছাসেবীরা এগিয়ে এসে এসব লাশের কাপন-দাপন এবং সৎকারের ব্যবস্থা করে।
এনএইচবি/এমএমএ/