চার কারণে রাজধানীতে তীব্র যানজট
রাজধানীর সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও সাধারণ মানুষ। পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, গুলিস্তানে সড়ক দূর্ঘটনা, তেজগাঁওয়ে সড়কে শিক্ষার্থীদের অবস্থান এবং গাজীপুর চৌরাস্তায় সড়কের কাজ চলমান থাকাই এমন তীব্র যানজটের মূল কারণ।
শনিবার (৮ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর অধিকাংশ সড়কে যানজট সৃষ্টি হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের তথ্য বলছে, মিরপুর সড়ক, মানিক মিয়া এভিনিউ, রোকেয়া সরণি, কাজী নজরুল ইসলাম এভিনিউ, পল্টন, মতিঝিল, গুলিস্তান, যাত্রাবাড়ী এবং কুড়িল বিশ্বরোডে এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে।
ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের মতে, সকালে কাপ্তানবাজারে অগ্নিকাণ্ড এবং গুলিস্তানে বাস উল্টে যাওর পর থেকে ওইদিকের সড়কগুলো কার্যত অচল হয়ে যায়। আর সড়কের মেরামত কাজ চলমান থাকায় গাজীপুরের রাস্তা বন্ধ রয়েছে। ফলে, কুড়িল বিশ্বরোড থেকে আবদুল্লাহপুর পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে।
পাশাপাশি বেলা ১১টার দিকে তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্বিবদ্যালয়ের সামনের মূল সড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। নাবিস্কো মোড়ে ডাইভারশন করে তেজগাঁও শিল্পাঞ্চলের ভেতর দিয়ে যান চলাচলের ব্যবস্থা করেছে ট্রাফিক বিভাগ। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে ওই এলাকায়।
এনএইচ/এসএ/