সেই যমজ সন্তানের মায়ের আর্তনাদ
যজম সন্তানের জননী আয়েশা আক্তার। থাকেন কুমিল্লার দাউদকান্দিতে। স্বামী মো. জালাল থাকেন সৌদি আরবে। হটাৎ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয় তার যমজ দুই সন্তান। তাদের চিকিৎসায় রাজধানীতে এসে পড়েন স্বাস্থ্যখাতের দালালদের খপ্পরে। সঠিক চিকিৎসার অভাবে হারাতে হয় এক সন্তানকে। অন্য সন্তান রয়েছে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে।
সন্তানের এমন মৃত্যুতে আয়েশা আক্তারের আর্তনাদ যেনো থামছেই না। ক্ষণে ক্ষণে তিনি ভয়েস রেকর্ড করে পুরো ঘটনার বর্ণনা জানাচ্ছেন সৌদি প্রবাসী স্বামী মো. জালালের কাছে।
রাজধানীতে এসে গত শনিবার (১ জানুয়ারি) বাচ্চা দুটিকে ভর্তি করান সোহরাওয়ার্দী হাসপাতালে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) না থাকার কথা জানিয়ে রোববার (২ জানুয়ারি) দালালরা শিশু দুটিকে শ্যামলীর আমার বাংলাদেশ হাসপাতালে নিয়ে যায়।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিল পরিশোধ না করার অজুহাত দেখিয়ে হাসপাতাল থেকে বের করে দেয়া হয় যমজ শিশুসহ তার মা আয়েশা আক্তারকে। পরে রাত সাড়ে ৭ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে আহমেদ (৬ মাস) নামের এক শিশুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেক শিশু আব্দুল্লাহকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এনএইচ/এএস