রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিকী ছবি: সংগৃহীত
রাজধানীর পোস্তগোলা ব্রিজের টোল প্লাজার সামনে ট্রাকের ধাক্কায় শাকিল (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় কাজী জাহিদ (১৯) নামে আরেক কিশোর গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৭ জানুয়ারি) ভোররাতে শ্যামপুর থানাধীন পোস্তগোলা ব্রিজের টোল প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে ভোর সোয়া ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত কাজী জাহিদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শাকিলের বন্ধু জাহাঙ্গীর আলম জানান, মাওয়া ফেরিঘাট থেকে মোটরসাইকেল যোগে আসছিলেন ওই দুই কিশোর। পোস্তগোলা ব্রিজের টোল প্লাজার সামনে পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। তাদের বাসা ডেমরার কোনাপাড়া এলাকায় বলেও জানান জাহাঙ্গীর আলম।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
টিটি/
