আকষ্মিক পরিদর্শনে মিরপুরে ডিএনসিসি মেয়র

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বৃহস্পতিবার (৬ জানুয়ারি) আকষ্মিকভাবে মিরপুর পরিদর্শন করেছেন। আগের দিন বুধবারও (৫ জানুয়ারি) তিনি মিরপুর পরিদর্শন করেন।
মেয়রের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে পরিদর্শন কার্যক্রম লাইভ করা হয়। তাতে দেখা য়ায়, মেয়র প্রথমে বোটানিক্যাল গার্ডেন এলাকা পরিদর্শনে করেন। এ সময় সাত দিনের মধ্যে গার্ডেনের পুকুরের কচুরিপানা পরিষ্কারের নির্দেশ দেন।
বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন কার্যক্রমসহ নাগরিক সমস্যা সমাধানের কার্যক্রমগুলো কেমন চলছে তা দেখতেই প্রতিদিন এমন আকস্মিক পরিদর্শনে বের হচ্ছেন মেয়র।
পরে মিরপুরের রাইনখোলা বাজারে ফুটপাত দখল করে রাখা দোকানগুলোর বর্ধিত অংশ উচ্ছেদ করার নির্দেশ দেন ডিএনসিসি মেয়র। এর পরপরই ডিএনসিসির বিশেষ গাড়ি এসে এসব দোকানে উচ্ছেদ অভিযান চালায়।
আরইউ/কেএফ/
