তুরাগে ইজিবাইক তৈরির ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

বাংলামোটরের পর এবার রাজধানীর তুরাগের বাদালদী গ্রামে ওমরআলী মার্কেটের পাশে একটি ইজিবাইক তৈরির ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটিরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'দুর্ঘটনাস্থলে আমাদের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়েছে। আমরা শুনতে পেরেছি ছয় তলা বিল্ডিং এ আগুনের সূত্রপাত হয়েছে। কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। উত্তরা জসিম উদ্দিন এভিনিউ থেকে ঘটনাটি একটু দূরে, এজন্য আশেপাশের স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে বলা যাবে।
এর আগে রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ৯৬ কর্মীর চেষ্টায় বেলা ১২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এনএইচ/টিটি
