শনিবার, ১ মার্চ ২০২৫ | ১৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

পল্লবী থানার ওসির গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজধানীর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম নিজে ও তার নির্দেশে প্রতিনিয়ত পল্লবী থানা এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে টাকার জন্য মিথ্যা মামলা, হামলা ও বাড়িঘর লুটপাটের অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশের করেছে রাজধানীর পল্লবীতে বসবাসরত ভূক্তভূগী পরিবার সমূহ। তবে পুলিশের দাবি, এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার ফলে স্থানীয় মাদক কারবারিরা এমন অভিযোগ এনেছেন।

বুধবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন ভাবে পল্লবী থানা ওসির নির্যাতন ও নিপিড়নের শিকার ভূক্তোভুগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি পারভেজ ইসলাম কর্তৃক বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার ব্যক্তিরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। এই সময় পল্লবী থানার বর্তমান ওসি পারভেজ ইসলামকে তারা মানুষরূপী হায়েনার সাথে তুলনা করেন। তারা বলেন, এই হায়েনা যতদিন পল্লবী এলাকায় থাকবে পল্লবীর একজন ব্যক্তিও নিরাপদে বসবাস করতে পারবে না। তাকে তার দাবীকৃত নির্দিষ্ট অংকের টাকা না দিলেই মিথ্যা মামলা, হামলা ও ডাকাতির শিকার হতে হবে। তাকে টাকা না দিলেই হিরোইন মামলা দিয়ে আদালতে প্রেরণ করেন। পল্লবী থানা বর্তমানে যেন হিরোইনের মেলা হয়ে উঠেছে।

তারা আরও বলেন, এতো অপকর্ম করলেও তার বিরুদ্ধে পুলিশের কেউ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। ইতিমধ্যে পারভেজ ইসলামের বিরুদ্ধে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও পুলিশ কমিশনার বরাবর অসংখ্য অভিযোগ জমা দেওয়া হলেও, তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ হচ্ছে না। এমন কি যারা অভিযোগ দিচ্ছেন, তাদের নানাভাবে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। ওসি পারভেজ ইসলাম গর্ব করে বলেন, কৃষ্ণপদ স্যার থাকতে আমার কিছু করার ক্ষমতা বাংলাদেশের কারো নেই।

এই সময় ওসি পারভেজ ইসলাম কর্তৃক নির্যাতনের শিকার ব্যবসায়ী মোঃ পারভেজ তার উপর হওয়া হামলা ও নির্যাতনের বর্ণনা দেন। তিনি বলেন, হেন্ডকাফসহ পালিয়েছিল পারভেজ নামে এক মাদক মামলার আসামী। পরে তাকে না ধরে, আমার বাসায় ওসির নেতৃত্বে হামলা হয়েছে। ঘটনা লোপাট করতে বাসায় লাগানো সিসিটিভির ক্যামেরা ভেঙে ফেলে এবং ডিভাইস নিয়ে যায়। যা উদ্ধার করলে সিসিটিভির ফুটেজে স্পষ্ট সব দেখতে পারবেন। তাছাড়াও আমার কাছে হামলার সকল আলামত ও ঘটনার সাক্ষী হিসেবে অসংখ্য প্রমাণ রয়েছে। এই সময় ওসি আমার বাসায় থাকা স্বর্ণলঙ্কার ও আমার দোকানের ৬ লাখ টাকার শাড়ীসহ ১০ লাখ টাকার জিনিসপত্র ডাকাতি করে।

তিনি আরও অভিযোগ করেন, আমার বাসার অন্য সদস্যদের ধরে নিয়ে আরও টাকার জন্য অকথ্য নির্যাতন চালায়। পরবর্তীতে আমার ভাই ও বোন জামাইকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠায়। আমি এই বিষয়ে পুলিশের সকল শীর্ষ কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোন বিচার পাইনি। উল্টো প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি। সেই সাথে ওসিকে আমার বাসায় আক্রমণের সাহায্য করার অভিযোগে আরেক ব্যক্তির নামেও আইজিপিসহ বিভিন্ন দফতরে অভিযোগ দেওয়া হয়। এছাড়াও এসআই জহির ও তার সোর্স ডাকাতি ও আমাদের উপর নির্যাতনে অগ্রনী ভূমিকা পালন করেন। এসআই জহির ও এই নরপশু ওসিকে গ্রেফতার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। তিনি ঢাকাপ্রকাশকে বলেন, পারভেজ একজন পেশাদার মাদকব্যবসায়ী। এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার ফলে তিনি এমন অভিযোগ এনেছেন।

এনএইচ/এএস

Header Ad
Header Ad

রমজান মাসে শুটিং করি না, ইবাদতে মশগুল থাকি: প্রিয়াঙ্কা

মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। ছবি: সংগৃহীত

এ প্রজন্মের মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান শুধু মডেলিংয়ের দুনিয়ায় নয়, নাটক ও চলচ্চিত্রেও সমান তালে কাজ করছেন। শোবিজে তার ক্যারিয়ারের শুরু উপস্থাপনা দিয়ে, এরপর নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে তিনটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও, রমজান মাসে তার জীবন একেবারে আলাদা।

রমজান মাস আসন্ন, আর প্রিয়াঙ্কা জামান জানালেন, এই পবিত্র মাসে তার শুটিংয়ের সমস্ত কার্যক্রম সীমিত থাকে। ইবাদত এবং পরিবারের সঙ্গে সময় কাটানোই এখন তার প্রথম অগ্রাধিকার। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রিয়াঙ্কা বলেন, “রমজান মাসে আমি শুধুমাত্র আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, এবং পরিবারের সাথে সময় কাটাব। শুটিংয়ের কাজ আমি একেবারে বন্ধ করে দেই। যদি কোনো ধারাবাহিক নাটক শুটিংয়ে থাকে, তবে সেটির কাজ আমি করব, কিন্তু অন্য কোনো শুটিং আমি করব না।”

তিনি আরও বলেন, “এই এক মাসে আমি নিজের প্রতি যত্ন নিই, শরীর ও মনকে বিশ্রাম দিই, এবং পূর্ণ মনোযোগ দিয়ে ইবাদতে মশগুল থাকি।”

মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। ছবি: সংগৃহীত

বর্তমানে প্রিয়াঙ্কা জামান তিনটি নাটকে অভিনয় করছেন। দুটি একক নাটক হচ্ছে ‘বিয়ে বাড়ির গল্প’ এবং ‘এতিম বউ’, যেখানে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক অনিক রহমান অভি। এই নাটক দুটি পরিচালনা করেছেন বকুল আহমেদ। আরেকটি নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাল গ্রাম’এও কাজ করছেন, যা পরিচালনা করেছেন মারুফ আহমেদ রিজভী খান। এতে তার সহশিল্পী হিসেবে আছেন প্রাণ রায় ও সাব্বির আহমেদ।

প্রিয়াঙ্কা জামান অভিনয়ের পাশাপাশি এক নতুন উদ্যোগ নিয়েছেন। তিনি সম্প্রতি ‘কিউট অ্যান্ড ক্ল্যাসি’ নামে একটি ফ্যাশন হাউজের শোরুম উদ্বোধন করেছেন, যেখানে বিশ্বমানের ব্র্যান্ডের পোশাক, কসমেটিকস এবং এক্সক্লুসিভ আইটেম পাওয়া যাবে।

নাটক, মিউজিক ভিডিও এবং চলচ্চিত্রে ৯ বছরেরও বেশি সময় ধরে কাজ করা প্রিয়াঙ্কা জামান শোবিজের এক আলোচিত নাম। এখন তিনি তার শোরুমের মাধ্যমে নতুন দিগন্তের দিকে পদক্ষেপ নিচ্ছেন।

Header Ad
Header Ad

প্রেমের টানে ষাটোর্ধ্ব মোতাসিনের কাছে ছুটে এলেন ইউক্রেনের নারী

কুমিল্লা নগরের ব্যবসায়ী মোতাসিন বিল্লাহ চৌধুরীর সঙ্গে ইউক্রেনের নাগরিক সালো নাদিয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লার চর্থা বড় পুকুরপাড়ের বাসিন্দা মোতাসিন বিল্লাহ চৌধুরী (৬৩) এবং চেক প্রজাতন্ত্রে বসবাস করা ইউক্রেনের নাগরিক সালো নাদিয়ার (৫০) প্রেমের গল্পটা আজ সত্যি হয়ে উঠেছে। পাঁচ বছরের পরিচয়, তিন বছরের প্রেম, এবং অবশেষে বিয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হওয়া এই জুটি একে অপরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাসে পরিণত হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি, নাদিয়া বাংলাদেশে এসে পৌঁছান এবং ২৫ ফেব্রুয়ারি তারা নোটারি পাবলিকের মাধ্যমে নিজেদের সম্পর্ককে দাম্পত্য জীবনে রূপ দেন। মোতাসিন বিল্লাহ পেশায় ব্যবসায়ী হলেও, তার ভালোবাসার মানুষ সালো নাদিয়া একজন মনোবিদ। বিয়ের পর তারা কুমিল্লায় একত্রে বসবাস শুরু করেন।

মোতাসিন বিল্লাহ জানান, ২০১৯ সালে ফেসবুকে নাদিয়ার সঙ্গে তার পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসা তৈরি হয়। একসময় মোতাসিন নাদিয়াকে প্রেমের প্রস্তাব দিলে নাদিয়া সানন্দে তা গ্রহণ করেন। তাদের মধ্যে সুন্দর বোঝাপড়া এবং সম্পর্কের গভীরতা তৈরি হয়, যা একে অপরের প্রতি বিশ্বাসের ভিত্তি স্থাপন করে।

নাদিয়া ১৫ বছর ধরে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বাস করছেন এবং সেখানে মনোবিদ হিসেবে কাজ করছেন। তিনি ইউক্রেনীয় ও স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন, তবে মোতাসিনের সঙ্গে ইংরেজিতে যোগাযোগ করেন। যদিও বাংলায় দক্ষতা নেই, মোতাসিন তার স্ত্রীকে ধীরে ধীরে বাংলার শিক্ষার প্রতি আগ্রহী।

নাদিয়া বাংলাদেশ সম্পর্কে খুবই ইতিবাচক মনোভাব পোষণ করেন। তিনি বিশেষভাবে বাংলাদেশের পোশাক এবং কুমিল্লার রসমালাইকে পছন্দ করেন, তবে অতিরিক্ত ঝাল খাবার তাকে একটু অস্বস্তি দেয়। বাংলাদেশে তার কিছুটা অনুকূল নয় এমন দিক হলো এখানে জনসংখ্যার ঘনত্ব এবং জলবায়ু, তবে তিনি এখানকার মানুষের আন্তরিকতা এবং সংস্কৃতি খুবই প্রশংসা করেছেন।

মোতাসিন বিল্লাহ ও সালো নাদিয়া বলেন, তারা একে অপরের সাথে সুখী জীবন কাটাতে চান এবং সবার কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন। নাদিয়া কিছুদিন বাংলাদেশে থাকবেন, তারপর চেক প্রজাতন্ত্রে ফিরে যাবেন। সেখানে গিয়ে মোতাসিন বিল্লাহ ভিসার জন্য চেষ্টা করবেন, যাতে তিনি তার স্ত্রীর কাছে আসা-যাওয়া করতে পারেন।

Header Ad
Header Ad

পবিত্র রমজানে হিংসা-বিদ্বেষ-সংঘাত পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ শনিবার (১ মার্চ) এক বাণীতে তিনি এ কথা বলেন।

বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই।

বাণীতে তিনি আরও বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে, সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং ইবাদত-বন্দেগিতে মশগুল থাকি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি।

মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন, আমিন।

উল্লেখ্য, দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার (২ মার্চ) থেকে শুরু হবে মাহে রমজানের সিয়াম সাধনা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রমজান মাসে শুটিং করি না, ইবাদতে মশগুল থাকি: প্রিয়াঙ্কা
প্রেমের টানে ষাটোর্ধ্ব মোতাসিনের কাছে ছুটে এলেন ইউক্রেনের নারী
পবিত্র রমজানে হিংসা-বিদ্বেষ-সংঘাত পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার
১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক
৫ ডিসেম্বর নির্বাচন হলে ভালো হয়: আযম খান
জাতীয় নাগরিক পার্টির কোনো রাজনৈতিক দর্শন পাইনি: রিজভী
খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে: প্রেস সচিব
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে পার্থক্য কোথায়, প্রশ্ন নুরের
ভোট কারচুপিতে জড়িত ইউএনওদের বিচারের আওতায় আনতে হবে : ফারুক
শ্মশানের যায়গা দখল ও মন্দিরে ডাকাতি করেছে আ'লীগ: আব্দুস সালাম
৪৫ দিনের মধ্যে শুরু হবে শেখ হাসিনার বিচার কাজ: চিফ প্রসিকিউটর
মেট্রোরেলের নতুন নির্দেশনা: রমজানে বহন করা যাবে ২৫০ মিলি পানি
চট্টগ্রামে 'ভুয়া পুলিশ' বলে এসআইকে মারধর ও ছিনতাই, গ্রেপ্তার ২
পল্লবী থেকে চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার
জামিল আহমেদের কথা সব সত্য নয়, কিছু ডাহা মিথ্যা: ফারুকী
দেশে একমাত্র শান্তির দল হলো বিএনপি: শাহজাদা  
ভারতীয়রা সীমান্ত আইন না মানলে বিজিবি আরো কঠোর হবে : ডিজি
রমজানে ঢাকায় ২৫টি স্থানে ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস
মিঠাপুকুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে খামারের মাছ চুরির অভিযোগ